ঘুমিয়ে ছিলেন গেটম্যান, ট্রেনের ধাক্কায় ১২জন নিহত

497

মিরর প্রতিনিধি জয়পুরহাট :

জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আহত পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার ভোরে সদরের পুরানপৈল রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এসময় গেট খোলা রেখে গ্যাটম্যান ঘুমিয়ে থাকার অভিযোগ রয়েছে।

জানা যায়, জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনার পরে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।