টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন চঞ্চল ও দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-মোস্তাহিদ

314

মিরর বাংলাদেশ :

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমস-২০২১ এর টেবিল টেনিস ইভেন্টের এককে চ্যাম্পিয়ন বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল, রানার আপ আরটিভি’র মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় হয়েছেন সিটি নিউজের শামীম হাসান।
শুক্রবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে টেবিল টেনিস ইভেন্টে ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৃষ্ঠপোষক কোম্পানীর ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহি পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান, ক্রীড়া উপ কমিটির সদস্য সাঈদ শিপন ও রকিবুল ইসলাম মানিক।

টেবিল টেনিস দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম ও আরটিভি’র মাসুদ মোস্তাহিদ এবং রানার আপ হয়েছেন বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল ও জনকন্ঠের রুমেল খান এবং তৃতীয় হয়েছেন এশিয়ান টিভির মাহবুব আলম খান বাবু ও সিটি নিউজের শামীম হাসান।

গত ২২ আগস্ট দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের ইনডোর গেমস। ইতিমধ্যে দাবা, কল ব্রীজ, অকশন ব্রীজ, ক্যারম একক (পুরুষ ও নারী), ক্যারম দ্বৈত, নারী সদস্যদের লুডু ও ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা শেষ হয়েছে।
খেলা পরিচালনায় ছিলেন সাবেক টেবিল টেনিস খেলোয়াড় ও জাতীয় দলের কোচ মোহম্মদ আলী।

উল্লেখ্য শনিবার(১১ সেপ্টেম্বর) নারী সদস্যদের ইভেন্ট, সদস্য সন্তানদের ইভেন্ট, সদস্য স্ত্রীদের ইভেন্ট এবং ডিআরইউ’র কর্মকর্তা ও কর্মচারীদের ইভেন্ট অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় সবাইকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।