ডিআরইউতে ভারতীয় হাই কমিশনের অটো স্যানিটাইজার মেশিন প্রদান

404

মিরর বাংলাদেশ :

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন একটি অটো স্যানিটাইজার মেশিন সৌজন্য উপহার দিয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে ডিআরইউতে এক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের কাছে তুলে দেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব শাশ্বতী আরিয়া ও দ্বিতীয় সচিব (গণমাধ্যম) দেবব্রত পাল।

ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রফিক রাফি, জাহাঙ্গীর কিরণ প্রমুখ।