মিরর বাংলাদেশ :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির আপ্যায়ণ সম্পাদক ও নিউজ পোর্টাল রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ নঈমুদ্দীনের পল্টন বাসায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরের দল সাংবাদিকের দামি মোবাইল, ল্যাপটপ, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
গত ১৪ অক্টোবর ভোররাতে পল্টন থানাধীন ১৪২ ফকিরাপুল, ৪র্থ তলা, ডিআইটি এক্সটেনশন রোডের বাসায় এই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় খবর দেওয়া হলে পল্টন থানার সাব ইন্সপেক্টর মো. বাবলুর রহমান ঘটনাস্থ পরিদর্শন করেন। এঘটনায় পল্টন থানায় সাংবাদিক নঈমুদ্দীন বাদী হয়ে গত ১৫ অক্টোবর মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৩৫। এ ঘটনায় মামলা দায়ের হলেও মালামাল উদ্ধারসহ চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
চুরির বিষয়ে রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক নঈমুদ্দীন জানান, প্রতিদিনের মতো পল্টন এলাকার বাসায় রুমমেটসহ ঘুমিয়ে ছিলেন। ভোররাতে অজ্ঞাতনামা চোর তার পল্টনের বাসায় হানা দেয়। বাথরুমের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে চোরদল তার স্যামসাং এ থার্টি এস মডেলের মোবাইল ফোন, ৫০ হাজার টাকা মূল্যের এইচপি ব্র্যান্ডের দামি ল্যাপটপ, মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে নগদ ১৬ হাজার টাকা, জাতীয় পরিচয় পত্র, ডাচ ব্যাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড, তথ্যমন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তিনি মালামাল উদ্ধার ও জড়িত চোরচক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।খবর নিয়ে জানা গেছে, এই এলাকায় বেশ কিছুদিন ধরে হরহামেশা ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। বহিরাগতদের আনাগোনাও বেড়েছে। বেশ কিছু এলাকায় সিসিটিভি না থাকায় অসামাজিক কার্যলাপসহ চুরি ছিনতাই বেড়ে চলেছে।