ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার জন্মদিন উদযাপন

251

মিরর বাংলাদেশ : আনন্দঘন পরিবেশ আর কেক কাটার মধ্যদিয়ে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার জন্মদিন উদযাপন করা হয়। ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে দুপুরে  পালন করা হয় এ জন্মমোৎসব।

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিব, কার্যনির্বাহী সদস্য, রুমানা জামান, নারগিস জুই, সাবেক ইসি মেম্বার  জান্নাতুল ফেরদৌস পান্না, সিনিয়র সদস্য গাজী আবু বকর সিদ্দিক, মানিক লাল ঘোষ,সুরাইয়া মুন্নী, মরিয়ম সেঁজুতি প্রমুখ।

মাকসুদা লিসা সাংবাদিক পরিচয়  ছাড়াও তিনি একজন সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রিকেট আম্পায়ার এবং লেভেল ওয়ান(আপডেট) কোচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সংগে আন্তর্জাতিক ইভেন্টে কাজ করার অভিজ্ঞতা।

মিরপুর শেরে ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম উদ্ভোধন করা হয়েছিল বিসিসিবি নারী ক্রিকেটারদের ফ্রেন্ডলী ক্রিকেট ম্যাচ দিয়ে। মাকসুদা লিসা ছিলেন সবুজ দলের অধিনায়ক।
মাকসুদা লিসা রাষ্ট্র বিজ্ঞান, এম.এ ইডেন মহিলা কলেজ। এল.এল.বি, ঢাকা ল’ কলেজ ডিগ্রী অর্জন করেন।