ডিসেম্বরে বিএনপির বিরুদ্ধে আসল খেলা হবে : ওবায়দুল কাদের

250

 

নারায়ণগঞ্জ আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

* আবারো আব্দুল হাই সভাপতি বাদল সম্পাদক

মিরর বাংলাদেশ :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে খেলা হবে ভোট জালিয়াতি, লুটপাট, দুর্নীতি, গুম খুনের, নারী নির্যাতনের বিরুদ্ধে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। আসল খেলা হবে ডিসেম্বরে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের শেষ পর্যায়ে এসে শামীম ও আইভী কেউ প্রার্থী না হওয়ায় আগের কমিটিই বহাল রাখে আওয়ামীলীগ । দলের সাধারন সম্পাদক সম্মেলন শেষ পুরাতন কমিটিন সভাপতি আব্দুল হাই ও সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদলকে আবারো সভাপতি ও সাধারন সম্পাদক ঘোষণা করেন।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘তত্ত¡াবধায়ক ভুলে যান। সারা দুনিয়ায় যেভাবে নির্বাচন হয় আমাদের সংবিধানেও সেভাবেই নির্বাচনের কথা আছে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপির মতো গুন্ডা-পান্ডা নিয়ে ১১টার আগে ভোট শেষ করার বিরুদ্ধে খেলা হবে। মোকাবিলা হবে। তাদের কোথাও ত্রিশ পঁয়ত্রিশ হাজার, আবার কোথায় ষাট সত্তর হাজার লোক জমায়েত হয়।

তিনি বলেন, তারা বলে লাখ লাখ নাকি! আমাদের এই নারায়ণগঞ্জেই লাখ মানুষ এখানে জমায়েত হয়েছে। এই লাখ লোক দিয়েই অ্যাকশন হবে, খেলা হবে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। ডিসেম্বরে জনতার গর্জন শুনতে পাবেন। ফখরুল সাহেব কান পেতে থাকুন। শুনতে পাবেন। আমাদের নেতা শেখ হাসিনা। আপনাদের (বিএনপি) নেতা কে? কাপুরুষের মতো আর রাজনীতি করব না-এই মুচলেকা দিয়ে লন্ডন পালিয়েছেন। হাওয়া ভবনের সেই যুবরাজ। খেলা হবে হাওয়া ভবন, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।’
ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটের প্রসঙ্গ তুলে দলের শীর্ষ এই নেতা বলেন, ‘মানুষ চেহারা দেখে ভোট দেয় না, উন্নয়ন দেখে ভোট দেয়। শেখ হাসিনা কী কম করেছে? নারায়ণগঞ্জকেই দেখুন, ১৩ বছর আগে কী ছিল আর এখন কী হয়েছে! বৈশ্বিক সংকটের জন্য আমাদের দায়ী করবেন না। আমরাও কষ্টে আছি, আপনাদের কষ্ট দেখে। এর আগে বিদ্যুতের কোনো ঘাটতি ছিল? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল?
ওবায়দুল কাদের বলেন, ‘নতুন নেতাদের তো আসতে দেন না। মশারির ভেতরে মশারি টানান। বসন্তের কোকিল আছে, দুঃসময়ের কর্মীরা নেই। এই আওয়ামী লীগের দরকার নেই। কিছু মানুষ আছে, টাকা ছাড়া কিছুই বুঝে না। আর কত টাকা দরকার তাদের? কে কী করেন সব শেখ হাসিনার কাছে রিপোর্ট আছে। প্রেসিডেন্ট, সেক্রেটারি মাথা নাড়ছেন, পদ বাণিজ্যের কথা যেন না শুনি। পকেটের লোক আমাদের চলবে না। নেত্রী কমিটি দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, কিছু কিছু মিডিয়ার ভাই, সুশীল সমাজ, বুদ্ধিজীবিরা বিএনপির কয়েকটি সমাবেশ দেশে অনেকেই এখন নানা ধরনের স্বপ্ন দেখতে শুরু করেছে। কিছু মিডিয়া উচ্ছ¡সিত হচ্ছে।
তিনি বলেন, প্রায় প্রতিদিন দেশের বিভিন্নস্থানে আমাদের সভা সমাবেশ হচ্ছে। আমরা প্রতিদিন বড় বড় সমাবেশ করতে পারি। আমাদের শেকড় মাটিতে। কয়েকটি সমাবেশ করে হুমকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। আওয়ামী লীগ কখনো পর্দার অন্তরাল থেকে ক্ষমতায় আসেনি। আমরা নির্বাচনে যাবো নির্বাচন করবো। আপনারা আসেন সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।
আব্দুর রাজ্জাক বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ বিএনপি কোনো উন্নয়ন করতে পারেনি। তারেক জিয়ার ছাত্রদল-যুবদলের সন্ত্রাসে সারা দেশ প্রকম্পিত হয়েছিল। ২০০৯ সালের নির্বাচনের আগে আমরা বলেছিলাম পদ্মাসেতু করবো, দেশকে সন্ত্রাসমুক্ত করবো। আজ আমরা তা করছি। এখন কার্তিক মাস। অতীতে যুগ যুগ ধরে দেখেছি এ সময় মানুষ না খেয়ে থাকত। গত চৌদ্দ বছরে একজন মানুষ না খেয়ে রয়েছে একজনও এ প্রমাণ দিতে পারবে না।
এর আগে শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বেলা আড়াইটার দিকে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমÐলীর সদস্য কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক এমপি।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য কামরুল ইসলাম এমপি,আইন বিষয়ক সম্পাদক এড. কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি,মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরি সদস্য এড. রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, সাহাব উদ্দীন ফরাজী, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ( উপমন্ত্রী পদমর্যাদা) ডাঃ সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।