তারেক রহমানের সুস্থতায় দোয়া করলেন আইনজীবীরা

287
তারেক রহমানের সুস্থতায় দোয়া করলেন আইনজীবীরা
মিরর বাংলাদেশ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
রোববার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্ট বারের মসজিদে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এটি আয়োজন করেন।
তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য কামনায় এদিন বিকাল চারটার আগেই সবাই একত্রিত হন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী মীর মোহাম্মাদ নাছির উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সাবেক মহাসচিব ফজলুর রহমান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির  বর্তমান মহাসচিব ব্যারিস্টার কা্য়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও  আব্দুল জাব্বার ভুঁইয়া, সাধারন সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল,  জামিল আখতার ইলাহী, মোহাম্মদ আলী, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, গাজী তৌহিদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান মামুন, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ, মোঃ কামাল হোসেন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার ইমাম হোসেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জসিম সরকার, মাহমুদ হাসান, কেআর খান‌ পাঠান, সগির হোসেন লিয়ন, মাহফুজ বিন ইউসুফ, মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, শহীদুল ইসলাম শপু, দেওয়ান রিপন, ব্যারিস্টার এম সাকিবুজজামান, ব্যারিস্টার ইফতেখার মাহমুদ, এম মিজানুর রহমান, রোকনুজ্জামান সুজা, শেখ জুলফিকার আলম, মহসীন কবির রকি, মোঃ শফিকুল ইসলাম শফিক,  ব্যারিস্টার আবিদ চৌধুরী, আল ফয়সাল সিদ্দিকী, জাকির হোসেন, কামরুল ইসলাম, ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাজীব, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, এরশাদ হোসেন রাশেদ, রাসেল আহমেদ, আশরাফ জালাল খান মনন, নজরুল ইসলাম ছোটন, মো. কাইয়ূম, রেজাউল করীম রেজা,ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকত, সাগর হোসেন, নূরে আলম সিদ্দিকী সোহাগ সহ ঢাকাসহ বিভিন্ন জেলার শতাধিক আইনজীবী।