তোলারাম কলেজের সাবেক ভিপির বাবার ইন্তেকাল

388

মিরর বাংলাদেশ :

সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ও বর্তমান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মাসুকুল ইসলাম রাজীব ভাইয়ের বাবা ফারুক হোসেন (৭৩) ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

কর্মজীবনে আদমজী জুটমিলসের কর্মকরতা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে জাকের মঞ্জলের বিশেষ খেদমতে ছিলেন।

শনিবার সকাল ১১ টায়  মিশনপাড়া জানাযা শেষে  মাসদাইর কবরস্থানে দাফন করা হবে।

মরহুম ফারুক আহমেদ মৃত‌্যুকা‌লে স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ ও না‌তি-না‌তনি সহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন

 

জানাগে‌ছে, শুক্রবার (২০ আগস্ট) বি‌কে‌লে মিশনপাড়াস্থ নিজ বাসভব‌নে হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে চাষাড়া বালুরমাঠ এলাকার ইসলাম হার্ট সেন্টা‌রে নি‌য়ে গে‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় রেফার্ড ক‌রেন। চি‌কিৎস‌কের পরামর্শ অনুযায়ী ঢাকায় নি‌য়ে যাওয়ার সম‌য় সাইন‌বোর্ড এলাকায় আনুমা‌নিক সন্ধা পৌ‌ণে ৭টার সময় ই‌ন্তেকাল ক‌রেন মোঃ ফারুক আহ‌মেদ।

উ‌ল্লেখ‌্য, মরহুম ফারুক আহমেদ মৃত‌্যুকা‌লে স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ ও না‌তি-না‌তনি সহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন

সরকারী তোলারাম কলেজের সাবেক জি,এস শাহ আলামের পক্ষ থেকে মরহুমের বিদেহি আত্মার মাগফেরার কামনা করা হয়েছে।