মিরর প্রতিনিধি, বরিশাল :
দুরন্ত ফাউন্ডেশনের ঝালকাঠি রাজাপুর ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন কমিটির আহবায়ক হয়েছেন মিঠুন চক্রবর্তী ,সদস্য সচিব মো: মেহেদী হাসান নয়ন। এছাড়া যুগ্ম আহবায়ক, মো: নাঈম হোসেন, তরিকুল ইসলাম রবিউল,শেখর দাস , আসলাম হোসেন, আক্তারুজ্জামান আতিক,রেজভী হাওলাদার,
সদস্য হয়েছেন মো: আতিকুল ইসলাম হৃদয়, মো: হৃদয় বিশ্বাস, খায়রুল ইসলাম হিমেল,নাঈম ফকির,এস এম নাফিউল ইসলাম জিহাদ,সিকদার মো: রাজু,এইচ এম জহিরুল ইসলাম মারুফ,মেহেদী হাসান অভি, নাদিম হোসেন, এস এম জামিল হোসেন, তাওহীদ সিদ্দিক। গত ১৫ সেপ্টেম্বর একমিটি গঠন করা হয়।