নামাজ পড়তে বের হয়ে ১০ দিন ধরে নিখোঁজ জুয়েলারী ব্যবসায়ী

232

মিরর বাংলাদেশ : পুরান ঢাকার উদ্দু রোডের বাসিন্দা ব্যবসায়ী মো. আবু তাহের তৌফিক রহস্যজনকভাবে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোজাখুজির পরও তার সন্ধ্যান পাননি। এরপরই নিখোজ ব্যবসায়ীর ছেলে থানায় সাধারণ ডায়েরী করেন। জিডিতে নিখোঁজ ব্যবসায়ীর ছেলে তৌসিফ উল্লেখ করেন, ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে তার পিতা মো. আবু তাহের তৌফিক (৬৪) চকবাজার থানাধীন ৩১/বি আজগর লেন, উদ্দু রোডের বাসা থেকে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্য বের হয়ে যান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। জিডিতে আরো বলা হয়েছে, তার পিতার সামান্য মানষিক সমস্যা রয়েছে। ঘটনার পর তারা আত্নীয় স্বজনসহ অনেক জায়গায় তাকে খোজাখুজি করেছেন। নিখোজ আবু তাহেরের পিতার নাম আব্দুল মালেক। মাতার নাম মৃত মেহের বানু। গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। পরনে হলুদ রংগের হাফহাতা শার্ট এবং খয়েরী রংগের ফুল প্যান্ট পরা ছিলেন। বৃহস্পতিবার নিখোজ আবু তাহেরের শ্যালক মো. আবুল কালাম জানান, ঘটনার দিন ভাইজান আসর নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। আমাদের জানা মতে, তার সাথে কারো কোন বিরোধ নাই। নিখোজ হওয়ার কারণ খুজে পাচ্ছি না। তিনি পেশায় একজন জুয়েলারী ব্যবসায়ী ছিলেন জানিয়ে কালাম আরো বলেন, ইদানীং তার একটু মানষিক সমস্যা দেখা দিয়েছিলো। তবে ১০ দিন ধরে নিখোজ থাকায় আমরা খুবই উদ্বিগ্ন।বাসা থেকে যখন বের হয়েছিলেন তখন তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাসায় রেখেই বের হয়ে গিয়েছেন বলে জানান তিনি। জিডির তদন্তকারী কর্মকর্তা নিখোজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে তাদেরকে জানিয়েছেন।