নারায়ণগঞ্জের দেলপাড়ার বিশিষ্ট ব্যবসায়ি হাজী সিদ্দিকুর রহমানের ইন্তেকাল

514
Oplus_131072

মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া টাওয়ারপাড় এলাকার  বিশিষ্ট ব্যবসায়ি লাকি ফার্নিচারের মালিক,দেলপাড়া টাওয়ারপাড় বায়তুল মদিনা জামে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা হাজী সিদ্দিকুর রহমান আর নেই। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাহি রাজিউন।

ঢাকার সদরঘাট  ন্যাশনাল হাসপাতালে শুক্রবার ভোররাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  তিনি ফুসফুস জনিত রোগ,ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকাল তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৫ কন্যাসন্তান,জামাতা,নাতি,নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা দেলপাড়া ঈদগাহ মাঠে মরহুম সিদ্দিকুর রহমানের জানাযা শেষে তাকে দেলপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল মুসল্লী অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

হাজী সিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরর বাংলাদেশ পরিবার। এক শোক বার্তায় মিরর বাংলাদেশ সম্পাদক কামাল উদ্দিন সুমন জানান,হাজী সিদ্দিকুর রহমান এলাকার একজন পরিচিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে বেহেশতে নসীব করুন। তার শোকাহত পরিবার এ কঠিন সময়ে যেন ধৈর্য ধারণ করতে পারে সে দোয়া করেন।