নারায়ণগঞ্জে ৭২ ঘন্টায় ৩ কিশোরের মৃত্যু

186

মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জে পৃথক স্থানে গত ৭২ ঘন্টায় ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুপগঞ্জে মাদ্রাসার ছাত্র , গাড়িতে চাপ পড়ে বন্দরে গার্মেন্টস শ্রমিক এবং পানিতে ডুবে সিদ্ধিরগঞ্জে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়।
জানা গেছে. সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ পুলের কাছে ডিএনডি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। নিহত স্কুলছাত্রের নাম মো. আনাস (১৪)। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার আলমাসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আনাস সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সোমবার দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল সে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করায় অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে এলেও সে ফেরেনি। তখন থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। মঙ্গলবার সকালে জানতে পারে আনাসের মরদেহ ডিএনডি খাল থেকে উদ্ধার হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক বলেন, সকালে খবর পেয়ে আমাদের পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। তবে পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে রূপগঞ্জে গাছ থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রথমে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবাবর রাতে এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. মাসুম (১৪)। সে রূপগঞ্জ থানার কালি হাসান নগরের মো. কাইয়ুম মিয়ার ছেলে। দুই বোন তিন ভাইয়ের মধ্যে মাসুম ছিল তৃতীয়।
নিহতের বাবা কাইয়ুম মিয়া জানান, মাসুম স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। সন্ধ্যার আগে বাড়ির পাশে একটি কবরস্থানের গাছে পাখির বাসা থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শ লেগে অচেতন হয়ে পরে মাসুম। খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
নারায়ণগঞ্জ বন্দরের গাড়ি চাপায় পোষাক শ্রমিক নিহত হয়েছে। সোমবার রাতে শীতলক্ষ্যা তৃতীয় নাসিম ওসমান সেতুর পশ্চিম পাড়ে গাড়ি চাপায় পোষাক শ্রমিক আল আমিন (২০) নিহত হয়। নারায়ণগঞ্জ বন্দরের বাগবাড়ি এলাকার মতিন মাস্টারের বাড়ির ভাড়াটিয়া মৃত আমির হোসেনের ছেলে আল আমিন ফতুল্লার টাগারপাড় ফারিয়া গামেন্টস্রে অঙ্গ প্রতিষ্ঠান স্যানিডল ফ্যাশনের অপরেটর ছিলেন। বাই সাইকেল চালিয়ে বৃষ্টিতে ভিজে নাসিম ওসমান সেতু দিয়ে বন্দরের আসার পথে সেতুর পশ্চিম পাড়ে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে পুলিশ তার পরিবারকে সংবাদ দেয়। মঙ্গলব্রা দুপুরে জানাজা শেষে নিহতের লাশ নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যপারে বন্দর থানা ওসি গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনাটি সদর থানা এলাকায় হয়েছে। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সদর থানায় জিডি করেছে সদর থানা পুলিশ।