নারায়ণগঞ্জের প্রিয় মুখ কবি আমজাদ হোসেন আর নেই

307

মিরর বাংলাদেশ : কবি ও বিশিষ্ট ব্যবসায়ি নারায়ণগঞ্জের প্রিয় মুখ আমজাদ হোসেন আর নেই । ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাইহি রাজিউন। রোববার বিকেল ৫টার দিকে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গত ১৫জুলাই তিনি করোনা মুক্ত হন। তবে পরবর্তীতে নানা রকম শারিরিক জটিলতা দেখা দেয় ।

রোববার  রাত ১০ টায় নারায়ণগঞ্জ উত্তর চাষাড়া জামে মসজিদে  মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

কবি আমজাদ হোসেনর পুত্র নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক , বাংলা ভিশন ও আজকের পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি এমন তথ্য জানিয়েছে।

এদিকে কবি আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মিরর বাংলাদেশ পরিবার।

কবি আমজাদ হোসেনর  মৃত্যুতে গভীর শোক, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শোক বার্তায় কাউন্সিলার খোরশেদ বলেন, আমজাদ হোসেন ছিলেন একজন নিরহংকারী মানুষ। তিনি ছিলেন আমাদের গর্বের মানুষ, বিশিষ্ট কবি। তার মৃত্যুতে আমরা ১৩নং ওয়ার্ডবাসী একজন সদালাপী মুরুব্বি ও বিশিষ্ট নাগরিককে হারালাম। তিনি তার লেখনীতে আমাদের মাঝে চির জীবন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।

কবি আমজাদ হোসেনের মুত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
রবিবার (০১ আগষ্ট) সন্ধ্যায় এক শোক বার্তার মাধ্যমে তিনি এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় এটিএম কামাল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।