নারায়ণগঞ্জের শান্তিপূর্নভাবে গণটিকাদান কর্মসূচি উদযাপন, সন্তোষ প্রকাশ ডিসির

310

মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জের শান্তিপূর্নভাবে গণটিকাদান কর্মসূচি উদযাপন হয়েছে। কোথায়ও কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। টিকা দিতে মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ। নিজ নিজ উদ্যোগে মানুষে টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহন করার খবর পাওয়া গেছে।

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন,সারাদেশের ন্যায় নারায়নগঞ্জে ৭১ টি সেন্টারে ,৩৯টি ইউনিয়ন পরিষদ,৫টি পৌরসভা,১টি সিটি করপোরেশনে আমরা ৪৩ হাজার ভ্যাকসিনের জন্য কাজ করছি। উৎসবমুখর পরিবেশে আমাদের এ ভ্যাকসিনের কার্যক্রম চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা ২৫ বছরের উপরে সকলকে দিচ্ছি।যারা বৃদ্ধ,বীর মুক্তিযুদ্ধা,বিধবা,অসহায় ও পঙ্গু তাদেরকে আমরা ভ্যাকসিনের জন্য রেজ্রিস্টেশন করে সরকারের বিধিবিধানের আলোকে সারা নারায়নগঞ্জে আমরা এ কার্যক্রম অব্যাহত রেখেছি।

শনিবার সকালে সোনারগায়ের কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এসময় টিকাদানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে ধন্যবাদ জানান তি‌নি। একই সাথে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিদের কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।
জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, কৃতজ্ঞতা জানাই করোনা ভাইরাস প্রতিরোধে প্রকৃত সম্মুখযোদ্ধা সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। পাশাপাশি পুলিশ সদস্য, আনসার সদস্য ও গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দারুণ কাজ করে যাচ্ছেন।