মিরর প্রতিনিধি,নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন তারা। এ সময় কাউন্সিলরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ্জাহান ভূঁইয়া জুলহাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী প্রমুখ।
মুক্তিযোদ্ধারা বলেন, দুইবারের নির্বাচিত কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে এমরান হোসেন নামে এক প্রতারক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা। মামলার বাদী এমরান হোসেনের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মামলার বিষয়ে কাউন্সিলর রুহুল আমিন বলেন, এমরান অংশীদারি ক্যাবল (ডিস) ব্যবসায়ের ৪০ শতাংশ লভ্যাংশ দীর্ঘদিন প্রদান না করায় বিষয়টি আমাকে অবহিত করে সাইফুল। এ বিষয়ে আমি এমরানকে ফোন দিয়ে সাইফুলকে তার প্রাপ্য লভ্যাংশ বুঝিয়ে দিতে বলি। এ বিষয়টিকে চাঁদাবাজি বলে এমরান আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। তার মাধ্যমে প্রতারিত আরও ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ করে। আমি জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে তার সাথে কোন ধরনের লেনদেন না করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কতামূলক পোস্ট দেই। এই বিষয়কে কেন্দ্র করে সে আমার বিরুদ্ধে মামলা করেছে।
এ বিষয়ে কথা বলতে এমরান হোসেনের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য সংযুক্ত করা যায়নি।