নারায়ণগঞ্জে প্রয়াত পুলিশ কনস্টেবল পরিবারকে আর্থিক সহায়তা

636

মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত অবস্থায় মৃত কনস্টেবল কামাল হোসেনের পরিবারকে জেলা পুলিশ কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার ৫ সেপ্টেম্বর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ অর্থ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রয়াত কনস্টেবল কামাল হোসেনের পরিবারকে জেলা পুলিশ কল্যাণ তহবিল হতে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।