নারায়ণগঞ্জ এজি অফিসের নিদের্শনা

476
প্রেস বিজ্ঞপ্তি:
জেলা একাউন্টস্ ও ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জ অর্থাৎ এজি অফিস, নারায়ণগঞ্জ থেকে পেনশন গ্রহণকারী সকল পেনশন ভাতাভোগীগণকে মুজিব শতবর্ষ উপলক্ষে মাসিক পেনশন ব্যাংকের মাধ্যমে গ্রহণের জন্য আগামী ২৮/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে নারায়ণগঞ্জ এজি অফিসে ইএফটি (EFT) ফরম পূরণ করতঃ জমা দেয়ার জন্য জেলা একাউন্টস্ ও ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জ অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তাদের পেনশন বন্ধ রাখা হবে। বিদেশে অবস্থানরত অবসর ভাতাভোগীগণের ইএফটি (EFT) করণের কাজ তাদের আত্মীয় বা পরিবারগণ সম্পাদন করতে পারবেন।
অনুরোধক্রমে ,মোহাম্মদ নজরুল ইসলাম ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, নারায়ণগঞ্জ
মোবাইল নম্বর- ০১৯১৩০৫৬৪৮০