মিরর প্রতিনিধি , নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এনএএ টিভির সাইফউল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম আরজু।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সাংবাদিক এজাজ কোরেশী। নির্বাচনে ৫৫ জনের মধ্যে ৫০ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে বিজয়ী সভাপতি প্রার্থী টিটুর প্রতিদ্বন্দ্বি ছিলেন এশিয়ান টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান। সহ সভাপতি পদে বিজয়ী আরজুর প্রতিদ্বন্দ্বি ছিলেন অগ্রবাণী প্রতিদিন এর যুগ্ম সম্পাদক উওম সাহা।
সাধারণ সম্পাদকে বিজয়ী লিংকনের প্রতিদ্বন্দ্বি ছিলেন মাই টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও বাংলা সংবাদ এর সম্পাদক শাহাদাৎ হোসেন ভূইয়া।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বি হিসেবে নির্বাচিতরা হলেন সাংগঠনিক পদে দৈনিক আমার বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউছার, কোষাধ্যক্ষ পদে পাক্ষিক তথ্য পত্রের ব্যবস্থাপনা সম্পাদক মো. জাহিরুল ইসলাম মোল্লা সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রুদ্রকন্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, সদস্য পদে দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন