নতুন নাতজামাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধা আমেলা ও নুরজাহানের

393

মিরর প্রতিনিধি, সোনারগাঁও : নববধু নাতনি সিনথিয়ার সাথে জামাই বাড়িতে বেড়াতে এসেছে নানী আমেলা খাতুন ও দাদী নুর জাহান। কথা ছিল শনিবার নাতজামাইকে নিয়ে বাড়ি ফিরবেন । বাড়ির সবাই অপেক্ষা করছেন নুতন জামাই আর মেয়ের জন্য। আমেলা আর নুর জাহান বাড়ি ফিরেছেন ঠিকই তবে লাশ হয়ে।

সোনারগায়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে শুকতারা সিএনজি পাম্পের সামনে শনিবার সকাল ১০টার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রায় হারান তারা। জানা গেছে, নববধূর সাথে জামাইয়ের বাড়ি সোনারগাও পিরোজপুর এলাকায় বেড়াতে আসা দুজন বৃদ্ধা মহিলা যাত্রীবাহী এশিয়া এয়ারকন বাসের ধাক্কায় মারা যান। নিহতরা হলেন, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেলা খাতুন – (৭০) ও একই গ্রামের ফজলুর রহমানের স্ত্রী নুর জাহান।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, পিরোজপুর এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিনের সাথে শুক্রবার মেঘনা উপজেলার সোনাকান্দা এলাকার আলী হোসেন ভুট্টুর মেয়ে সিনথিয়ার বিয়ে হয়। বিয়ের দিন নতুন বউয়ের সাথে কনের দুইজন আত্মীয় নানী ও দাদী অতিথি হিসেবে নাতিনের সাথে তার শশুর বাড়ি সোনারগায়ে এসেছিলেন। সকালে সাদীপুরে আরেক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে রাস্তা পারাপারের সময় বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

ঘটনাস্থলে কাঁচপুর হাইওয়ে থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসএম হাসান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। যার নং এশিয়া এয়ারকন ঢাকা মেট্রো – ব, ১২-০৭৭৫। লাশ দুটি কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছেন