পটুয়াখালীতে স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেফতার

546

 

মিরর প্রতিনিধি পটুয়াখালী :
পটুয়াখালীতে যৌতুকের দাবী মেটাতে না পারায় তাহমিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতন এবং মাথা ন্যাড়া করে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় স্বামী রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রফিক ঘোপখালী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক। গ্রেপ্তারকৃতকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আকতার মোর্শেদ।