ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির মামলায় পাঁচজন গ্রেফতারের পর এবার তার বিরুদ্ধেই ভাঙচুরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে একটি কমিউনিটি ক্লাব। বুধবার রাজধানীর গুলশান থানায় জিডিটি করা হয়েছে।
অল কমিউনিটি ক্লাব লিমিটেড (এসিসিএল) নামে ওই ক্লাবটির অভিযোগ, গত ৮ জুন বোট ক্লাবে যাওয়ার আগে এসিসিএলে ভাঙচুর করেন পরীমনি। এ সময় ওই ক্লাবে থাকা বেশ কয়েকজন বার-কর্মীকে মারধর করেন ওই নায়িকা।
জিডির বিষয়টি ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৭ জুন রাতে কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে ক্লাব কর্তৃপক্ষ।
সুদীপ কুমার বলেন, উনি আনঅথরাইজড ওখানে গেছেন, এমনটাই অভিযোগ ছিল। তারপর ক্লাব মেম্বারসদের যে জায়গা ছিল, ওখানে নাকি বসতে চেয়েছেন, তারপর নাকি ভাঙচুর করেছেন।
এ সময় পরীমনি ওই ক্লাবে থাকা বেশ কয়েকজন বার-কর্মীকে মারধর করেন বলেও জানা গেছে।
অল কমিউনিটি ক্লাব লিমিটেডের অবস্থান গুলশান- এর ১৩৭ নম্বর রোডে।