পাকুন্দিয়া মহিলা আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা

405

বিশেষ প্রতিনিধি:

ভয়াল ২১শে আগস্টে আমরা আমাদের প্রিয় নেত্রী আইভী রহমানসহ যারা শহিদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল শহীদদের আত্নার শান্তি কামনা করা হয়। গতকাল শুক্রবার (২১ আগষ্ট) পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত ভয়াল ২১শে আগস্ট ঘাতকের গ্রেনেড হামলায় যারা শাহাদাত বরণ করেন তাদের স্মরণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ২১ শে আগষ্ট আমাদের জন্য একটি কালো অধ্যায়। এ দিন আমরা রাজনীতির মহা অধ্যায় আমাদের প্রিয় নেত্রী আইভী রহমানকে হারিয়েছি। হারিয়েছি অসংখ্য নেতা কর্মী ভাই বোনদের। যা আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি।
বক্তারা আরো বলেন, আমরা আজকের দিনে শপথ করছি আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাবো। কোন অপশক্তির কাছে মাথা নত করবো না।
পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদা আক্তার কল্পনা, সহ সভাপতি রিক্তা আক্তার, সহ সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার, উম্মে হাবিবা অমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক জান্নাত আরা।