প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য : আইভী

362

মিরর বাংলাদেশ :  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য। আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন। উনি যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ শেষে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন।
আইভী আরও বলেন, বিগত ১০ বছরে নারায়ণগঞ্জের প্রচুর কাজ হয়েছে। আমরা সেই ধারাটাকে অব্যাহত রাখবো। অবশ্যই নতুন যে কাজগুলো আছে আমরা প্রজেক্ট আকারে জমা দিবো। টানা তৃতীয় বার মেয়র হিসেবে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে নাসিক নির্বাচনে বিজয়ী ২৭ জন পুরুষ ও ৯ জন নারী কাউন্সিলরের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার,পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গত ১৬ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী। এছাড়া, এবারের নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্ব›দ্বীর চেয়ে ৬৬ হাজার ৫৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। টানা তৃতীয় বার মেয়র নির্বাচিত হন তিনি।
১ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডে নুরুউদ্দিন মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ সাদরিল, ৬ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৭ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান খান, ৮ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, ৯ নম্বর ওয়ার্ডে ইস্রাফিল প্রধান, ১০ নম্বর ওয়ার্ডে ইফতেখার আলী খোকন, ১১ নম্বর ওয়ার্ডে অহিদুল ইসলাম ছক্কু, ১২ নম্বর ওয়ার্ডে শওকত হাসেম শকু, ১৩ নম্বর ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনির, ১৫ নম্বর ওয়ার্ডে অসিত বরণ বিশ্বাস, ১৬ নম্বর ওয়ার্ডে রিয়াদ হাসান, ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান মুন্না, বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডে মোখলেসুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে শাহেন শাহ, ২১ নম্বর ওয়ার্ডে শাহিন মিয়া, ২২ নম্বর ওয়ার্ডে সুলতান আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ডে আবুল কাউসার আশা, ২৪ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডে এনায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে সামসুজ্জোহা, ২৭ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম।
সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে (১,২,৩) আসনে মাকসুদা মোজাফফর, (৪,৫,৬) আসনে মনোয়ারা বেগম, (৭,৮,৯) আসনে আয়েশা আক্তার দিনা, (১০,১১,১২) আসনে মিনোয়ারা বেগম, (১৩,১৪,১৫) আসনে শারমিন হাবিব বিন্নী, (১৬,১৭,১৮) আসনে আফসানা আফরোজ বিভা, (১৯,২০,২১) আসনে শিউলি নওশাদ, (২২,২৩,২৪) আসনে শাওন অংকন ও (২৫,২৬,২৭) আসনে সানিয়া আক্তার।