প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে এতিমদের মাঝে খাবার বিতরণ

786

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা স্বাধীন বাংলাদেশের ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় ইঞ্জিনিয়ার আল মামুনুর রশীদের উদ্যোগে তার কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়। এবং ৭৫ এ বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে দুটি মাদ্রাসার ২৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
১৯৭৫-এর ১৫ আগস্ট কালোরাতে ঘাতকের নির্মম বুলেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এসময় বিদেশে থাকায় পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।