মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জের ফতুল্লা নন্দলালপুর এলাকায় বকেয়া বেতনের দাবীতে আন্দোলনে নেমেছে প্রাইম টেক্সটাইলের কয়েক হাজার শ্রমিক। গতকাল মঙ্গলবার সকালে ঐ কারখানার শ্রমিকরা প্রাইম টেক্সটাইলের সামনে পাগলা -নন্দলালপুর সড়ক অবরোধ করে।
আন্দোলনকারী শ্রমিকদের দাবী, প্রাইম টেক্সটাইল মালিকপক্ষ গত ৪ মাস ধরে বেতন দিচ্ছে না। শ্রমিকরা বাসা ভাড়া দোকানের সদাইয়ের টাকা পরিশোধ করতে পারছেনা। বাসা ভাড়া দোকানের বাকী টাকা দিতে না পারার ঝামেলায় পড়েছে। অনেক বাড়ির মালিক তাদের চাপ প্রয়োগ করছেন। বকেয়া টাকা দিয়ে বাসা ছেড়ে দেয়ার তাগিদ দিচ্ছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করতে হচ্ছে। অনেকটা বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে।
শ্রমিক ঝরনা বেগম জানান , আড়াই হাজার শ্রমিক এই কারখানাটিতে কর্মরত রয়েছে। দীর্ঘ দশ থেকে বিশ বছর পর্যন্ত অনেক শ্রমিক এখানে কর্মরত আছেন। তবে মালিকপক্ষ কোন নোটিশ না দিয়ে গত মাসে ৩শ’ ৬০ জন শ্রমিককে ছাঁটাই করে। আরও সাড়ে ছয়শ’ শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণাও দেয়া হয়। এছাড়া গত নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য কোন ভাতা পরিশোধ না করে মালিকপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধ ও “লে অফ” সাইনবোর্ড টানানো দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
এদিকে প্রাইম টেক্সটাইল শ্রমিকরা সবাই কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে শিল্প পুলিশ এসে মালিকপক্ষের সাথে আলোচনা করে কোন সমাধান দিতে না পারায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন। অবিলম্বে সকল বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। অন্যথায় সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) বশির আহমেদ জানান, আমাদের শিল্প পুলিশের একটি দল মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। এখনো আলোচনা চলছে, শ্রমিকরা মঙ্গলবার সন্ধা পর্যন্ত সড়ক অবরোধ করে আছে। তিনি বলেন, তাদের প্রায় আড়াই হাজার শ্রমিক আছে। এর মধ্যে ৮ শতাধিক শ্রমিক আপাতত সড়কে অবস্থান নিয়ে আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।