ফতুল্লার পাগলায় কাপড়ের দোকানে চুরি

310

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ : ফতুল্লার পাগলার শাহী মহল্লার আমতলাস্থ শাহালমের কাপড়ের দোকানে সংঘটিত হয়েছে দূর্ধষ এক চুরির ঘটনা। এ সময় দোকানের তালা ভেঙ্গে ৫/৬ লাখা টাকার মালামাল সহ নগদ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় অজ্ঞাত চোরের দল দোকানের সার্টারের তালা ভেঙ্গে নগদ ২৭ হাজার টাকা ও পাঁচ থেকে ছয় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানা যায়।ঘটনার সংবাদ পেয়ে শুক্রবার সকালে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক শাহআলম বলেন লকডাউন এর কারণে দোকান খুলতে পারি না।তারপরেও সময় সুযোগ বুজে কিছু কেনাবেচার আশায় দোকান খোলা জয়।বৃহস্পতিবার রাতে এশার আজানের পর দোকান বন্ধ করে নামাজ পরে বাসায় চলে যায়।পরে আজ(শুক্রবার) সকাল নয়টার দিকে এক মহিলা তাকে বাসায় গিয়ে দোকানে চুরি হওয়ার সংবাদটি তাকে জানায়। সংবাদ পেয়ে সে এসে দেখতে পান যে দোকানের সার্টারের তালা ভাঙ্গা।পরে দোকানের ভেতর প্রবেশ করে দেখতে পান যে অজ্ঞাত চোরের দল রাতের অন্ধকারে তালা ভেঙ্গে দোকান থেকে প্রায় ৫/৬ লাখ টকার মালামাল সহ দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রাসেদ জানান,সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।আশপাশের লোকজন এবং দোকানিদের সাথে আলাপ করার পর তিনি জানতে পারেন বৃহস্পতিবার দিবাগত রাতের দুইটার পর থেকে সকালের কোন এক সময়ে চোর সার্টারের তালা ভেঙ্গে চুরি করে নিরাপদে সটকে পরে। ঘটনার সাথে জড়িতদের চিন্থিত সহ গ্রেফতার করার চেস্টা করছে পুলিশ।