মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জের ফতুল্লা শাহ ফতেহউল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা শামসুল হক আলম (ডাক্তার হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাহি রাজিউন।
শনিবার ভোর ৫টা ২০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। অসংখ্য ছাত্রের ওস্তাদ শামসুল হক আলমের নামাজর জানাযা সকাল ১০. টায় ফতুল্লা কেন্দ্রীয় সপ্তম তলা জামে মাসজিদে অনুষ্ঠিত হয়েছে।