মিরর বাংলাদেশ :নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রিকশা গ্যারেজ থেকে শহিদুল ইসলাম(৩২) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাসদাইর আমেনা গার্মেন্টস সংলগ্ন সেন্টুর রিকশার গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
নিহত শহিদুল ইসলাম বরিশাল জেলার মুলাদী থানার উত্তর পাতার চর গ্রামের মোখসের মিয়ার ছেলে।
এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম জানান, শহিদুল অনেক আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিল। সম্প্রতি সে আবার ফতুল্লায় চলে আসে এবং সেন্টুর গ্যারেজে থেকে ভাড়ায় রিকশা চালাত।
তিনি আরো জানান, নিহতের শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাইনি। তবে প্রত্যক্ষদর্শী হিসেবে আমার ধারনা সে ঘুমের মধ্যে ষ্টোক করে মারা গিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারন জানাযাবে।