ফতুল্লায় সেই মসজিদ খুলে দেয়ার দাবীতে মুসল্লীদের মানববন্ধন

270

মিরর বাংলাদেশ :

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণে ৩৪ জন নিহত হওয়া সেই বাইতুস সালাত জামে মসজিদ এক সপ্তাহের মধ্যে খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে এলাকার মুসল্লী ও আহত- নিহতের পরিবাররা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে ফতুল্লার তল্লা এলাকায় অবস্থিত বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদের নিচে কোন গ্যাস সংযোগ অথবা গ্যাস লাইনের পাইপ পাওয়া যায়নি। মসজিদের বাহির দিয়ে যাওয়া সংযোগ থেকে গ্যাস লিকেজ হয়ে ভয়াবহ এবিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের আগে তিতাস কতৃর্পক্ষকে বারবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা না নেয়ায় ৩৪টি তাজা প্রান মসজিদে শহীদ হয়েছে। সেই বিস্ফোরণের এক বছর হলো মসজিদটি এখনো খুলে দিচ্ছেনা প্রশাসন। ঘরের সামনে মসজিদ রেখে অনেক দুর দুরান্তের মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। বয়স্ক যারা আছেন তারা অনেকেই জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করতে পারেন না।
বক্তারা এক সপ্তাহের মধ্যে মসজিদটি খুলে দেয়ার জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, চার মাস তদন্ত শেষে নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৩১ ডিসেম্বর ২৯ জনকে আসামি করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ।
চার্জশিটে প্রধান আসামি করা হয়েছে মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে (৬০)। তবে চার্জশিট থেকে সাময়িক বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাস বিভাগ থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে।

চার্জশীটে অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন- সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হােসেন (৫৬), আবুল কাশেম (৪৫), আবদুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) ও রায়হানুল ইসলাম (৩৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে এর আগে জানিয়েছন, সরকারি বিধিনিষেধ থাকায় তিতাসের গ্রেফতারকৃত অভিযুক্ত আট কর্মকর্তা-কর্মচারীকে আপাতত চার্জশিটে লিপিবদ্ধ করা না হলেও তাদেরকে মামলায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের অনুমোদন পেলেই তাদেরকে আসামি হিসেবে চার্জশিটে সম্পৃক্ত করা হবে।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশা’র নামাজ চলাকালে ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের সংযোগ থেকে স্পার্ক ও গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মিশ্রনে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। এই বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুসহ আরও ১৫ জন দগ্ধ হন।