ফতুল্লা ডাইং কারখানায় আগুন

307

মিরর প্রতিনিধি,নারায়ণগঞ্জ :

ফতুল্লার উত্তর মাসদাইর এলাকায় সোহেল ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আনুমানিক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে মালিক পক্ষের দাবি। তাদের অভিযোগ আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বুধবার  রাত ৮ টায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এরআগেই অগ্নিকান্ডে ডাইং এর গোডাউনে রাখা থান কাপড় পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও গুরুত্ব মেশিনারিজ ও দুটি গোডাউন ঘর পুড়ে যায়। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকান্ডের ঘটনায় মালিক সোহেলের অভিযোগ, শত্রুতা মুলক ভাবেই এই অগ্নিকান্ডটি ঘটানো হয়েছে। অগ্নিকান্ডে তাদের কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।