মিরর প্রতিনিধি:
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অলোক, আতশী, নরেশ ও রনজিতা। বাকীজনের নাম জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: আনিস।
প্রত্যক্ষদর্যর্শী ও পুলিশ জানায়, রবিবার বিকেল ৫টায় বগুড়ার সেউজগাড়ীস্থ হিন্দু মন্দির থেকে আনন্দ উল্লাসের মধ্যে শুরু হয় রথ যাত্রা। সোয়া ৫ টার দিকে মিছিলকারীদের ২/১ জনের সাথে রাস্তার পাশের ইলেক্ট্রিক পোলের বিদ্যুতের
তারের সংযোগ ঘটে। এতে তারা বিদ্যুয়ায়িত হয়ে ছটফট করতে থাকলে তাদেরকে উদ্ধার করতে গিয়ে অন্যরাও বিদ্যুতায়ীত হয়ে যায়। মুহুর্তেই শতশত নারীপুরুষ রাস্তায় গড়াগড়ি খেতে থাকে। পরে বিদ্যুত বিভাগে খবর দেওয়া হলে তারা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়। এরপর আহতদের হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা ৫জনকে প্রাথমিকভাবে মৃত বলে ঘোষণা করে।