মিরর বাংলাদেশ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জে চাষাড়া সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাশাসক মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা সহ এনইউজের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত জাতীয় প্রিন্ট মিডিয়া, অনলাইন, ইলেক্ট্রনিক মিডিয়া ও স্থানীয় পতিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা ১৫ আগষ্ট নিহত স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।