বন্দরে আ’লীগ নেতার আইসিটি মামলার এক আসামী গ্রেফতার, অন্যজন পলাতক

1016

ছবি : বাদী নুরুজ্জামান, গ্রেফতার শেখ সুমন,পলাতক সুস্মিত।

মিরর বাংলাদেশ :

বন্দরের আওয়ামীলীগ নেতা নুরুজ্জামানের দায়ের করা আই সিটি মামলায় বন্দর থানা মুক্তিযোদ্ধা সৈনিকলীগের সাধারন সম্পাদক শেখ সুমন এখন শ্রীগরে।

গত শুক্রবার রাতে বন্দর থানা পুলিশ কল্যান্দী এলাকা হতে আমির হোসেনের ছেলে শেখ সুমনকে গ্রেফতার করে।থানাসূত্রে জানাগেছে, বেজের গাও এলাকার আওয়ামীলীগ নেতা ও বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে শেখ সুমনের ও বাড়ইপাড়া এলাকার আবু মিয়ার ছেলে সাকিব আনজুম সুস্মিত নুরুজ্জামানের আপত্তিকর ছবি ফেইজ বুকে আপলোড করে। বিভিন্ন  সময়ে দলীয় সভা বা কর্মসূচিতে অংশ গ্রহনকালে তাকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করাসহ তার বিরুদ্ধে অপপ্রচার করে। এ ঘটনায় নুরুজ্জামান বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে আই সিটি আইনে মামলা ( নং ৭০ /২০২১) দায়ের করলে আদালত শেখ সুমন ও সাকিব আনজুম সুস্মিতের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। শেখ সুমন গ্রেফতার হলেও সুস্মিত পলাতক রয়েছে। গতকাল তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ।