মিরর বাংলাদেশ : টানা চার বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সালাউদ্দিন। চতুর্থবার বাফুফের নেতৃত্বভার নেওয়ার জন্য লড়ে তিনি জিতেছেন । তার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দু’জন ছিলেন একজন সাবেক ফুটবলার ও কোচ মো. শফিকুল ইসলাম মানিক। অন্যজন বাদল রায়।
শনিবার দুপুর দুইটায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় বাফুফের এই নির্বাচন। ভোট চলে বিকাল পাঁচটা পর্যন্ত।
বাফুফের মোট ভোটার ১৩৯ জন কাউন্সিলর। এরমধ্যে শনিবারের এজিএমে অংশ নিয়েছিলেন ১৩৬ জন কাউন্সিলর। তাদের মধ্যে ২১ জন নির্বাচিত হয়েছেন নতুন মেয়াদে বাফুফের নীতি-নির্ধারক হিসেবে।
হোটেল সোনারগাঁওয়ে বাফুফের নির্বাচনে দেশের ফুটবলের দায়িত্ব সালাউদ্দিনের হাতে তুলে দেন কাউন্সিলররা। ৯৪ ভোট পেয়েছেন কাজী মো. সালাউদ্দিন। নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দেয়া বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। মানিকের কপালে জুটেছে মাত্র ১ ভোট।
টানা চতুর্থ মেয়াদে সালাউদ্দিনের মতোই সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। উপস্থিত হওয়া ১৩৫ ভোটের মধ্যে সালাম মুশের্দী পেয়েছেন ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখ মো. আসলাম পেয়েছেন ৪৪ ভোট।