বিএনপি নেতা রুহুল আমিন শিকদারের বাবার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

506

মিরর বাংলাদেশ : রাজপথের লড়াকু সৈনিক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারের বাবা  ঢাকা ভেজিটেবল ও টিসিবি এজেন্ট       মরহুম আবুল হাসেম ( ৬৫) ৭ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।    ১৯৯৪ সনে ২৬ সেপ্টেম্বর সকাল ৭ ঘটিকায় তিনি  ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাইহি রাজিউন।   মৃত্যুর  সময় তিনি  ৫ মেয়ে ও ২ ছেলেসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুবার্ষিকীতে বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন রাজনীতিবিদ রুহুল আমিন শিকদার।

মিরর বাংলাদেশের পক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনা  ও আল্লাহ  তাকে যেন বেহেশতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন এ দোয়া করা হয়।