বিএফইউজে নির্বাচন: শামীম-পন্টির মনোনয়নপত্র দাখিল

132

মিরর বাংলাদেশ : বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দুইজন সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিশনের সদস্য রুমন রেজার কাছে মনোনয়নপত্র দাখিল করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান শামীম, ও সাবেক সাধারন সম্পাদক  আফজাল হোসেন পন্টি।

নির্বাচন কমিশনের অপর সদস্য সিনিয়র সাংবাদিক বিমল রায়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম,  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি  খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ,  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ট্রেজারার আবু সাউদ মাসুদ, ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম জীবন,  কার্যকরি সদস্য বিল্লাল হোসেন রবিন, মাহফুজুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বার্হী কমিটির সদস্য আনিসুর রহমান জুয়েল,  বৈশাখী টিভির রফিকুল ইসলাম রফিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাসানুল রাকিব, নারায়ণগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক  মনিরুল ইসলাম সবুজসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে মনোনয়ন পত্র জমাদান শেষে  সাংবাদিক নেতা আফজাল হোসেন পন্টি তার ফেসবুকে লিখেছেন, সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন (বিএফইউজে)বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচনে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলাম।এ সময় নারায়নগন্জ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নারায়নগন্জ ইউনিয়নের জন্য সংরক্ষিত দুটি পদের বিপরীতে আমি সহ কেবল দুজনই মনোনয়ন জমা দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছি ইনশাআল্লাহ।সাংবাদিকদের সন্মান,রুটি,রুজির অধিকার আদায়ের লড়াইয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য সকলের সহযোগীতা চাই।এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার ইউনিয়নের সকল সদস্যদের প্রতি।আপনাদের ছাড়া আমি কিছুই না।