মিরর বাংলাদেশ:
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফসিহ উদ্দিন মাহতাব (প্রতিদিনের বাংলাদেশ) সাধারন সম্পাদক পদে মাসউদুল হক (ইউএনবি) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ২০২৩-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। বিএসআরএফের ১৫৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫২ জন। একটি ব্যালট পেপার বাতিল হয়ে যায়।
ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট।আরেক প্রার্থী মোতাহার হোসেন পেয়েছেন ২৭ ভোট
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ জলিল মুন্না ( বিনা প্রতিদ্বন্ধিতায়)
সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাসউদুল হক পেয়েছেন ৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট। বাকী দুই প্রার্থী রহমান মাসুদ পেয়েছেন ২১ ভোট আনিসুর রহমান তপন পেয়েছেন ৬ ভোট।
যুগ্ম সাধারন সম্পাদক পদে মেহেদী আজাদ মাসুম পেয়েছেন ৮৬ ভোট নিকটতম প্রতিদ্বন্ধি মাইনুল হোসেন পিনু পেয়েছেন ৫৫ ভোট
সাংগঠনিক সম্পাদক পদে তাওহিদুল ইসলাম (আমাদের সময়) ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্ধি বাহারাম খান পেয়েছেন ৩৫ ভোট, আরেক প্রার্থী মোশকায়েত মাশারেক পেয়েছেন ২৭ ভোট।
অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন (বিটিভি) ও দফতর সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
প্রশিক্ষন ও গবেষণা সম্পাদক পদে ফারুক আলম ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি পঞ্চায়েত হাবীব পেয়েছেন ৬৩ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে প্রথম হয়েছেন ঝর্ণা রায়, দ্বিতীয় আসাদ আল মাহমুদ, ৩য় হয়েছেন উবায়দুল্লাহ বাদল,৪র্থ
মিজানুর রহমান চৌধুরী, ৫ম মাহমুদ আকাশ ৬ষ্ঠ রাকিব হাসান, ৭ম মহসীন করীম লেবু,৮ম হয়েছেন আয়নাল হোসেন।