নারায়ণগঞ্জে শামীম ওসমানের ডাকে লাখো জনতার সমাবেশ
মিরর বাংলাদেশ
ঘড়ির কাঁটায় তখন বিকাল চারটা। ততক্ষণে নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের ২নং রেইল গেইট এলাকার আওয়ামীলীগ কার্যালয় থেকে প্রাণকেন্দ্র চাষাঢ়ার গোল চত্বরের দক্ষিণ ডিআইটি, উত্তরে বিশ্বরোড পূর্বে জামতলা ও পশ্চিমে খানপুর প্রায় তিন কিলোমিটার অবধি শুধুই জনস্রোত। পুরো নারায়ণগঞ্জ যেন সমবেত হয়েছে এক মঞ্চে। আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের ডাকে জনসভা মানেই আধা ঘন্টায় লাখো লোকের সমাগম, এমনটাই ধারণা ছিল রাজনৈতিক অঙ্গনে। কিন্তু সেই ধারণাকেও পাল্টে দিয়েছে শনিবারের নারায়ণগঞ্জের জনসভা। পুরনো ধারাবাহিকতা অব্যাহত রেখে নারায়ণগঞ্জের শামীম ওসমান লোক সমাগমে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে এক নতুন ইতিহাস সৃষ্টি করছেন। এ জনসভার লক্ষাধিক লোকের মিছিল এক পর্যায়ে সামবেশস্থলের জনস্রোত রূপ নেয় জনসমুদ্রে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর দুইটা থেকে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হাজার হাজার মিছিল ছুটে আসে মূল শহরের ২ নং রেলগেই এলাকায়। বিকাল ৪ টায় সমাবেশের প্রধান অতিথি স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে নিয়ে মঞ্চে উঠেন সাংসদ শামীম ওসমান। লাখো জনতার উদ্দেশ্যে স্লোগানে দেন ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো, দেশ বাঁচাতে দরকার শেখ হাসিনা সরকার,
প্রধান অতিথির বক্তব্যের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, শামীম ওসমানের ডাকে আপনারা যেভাবে এসেছেন, এখানে লাখো জনতার ঢল নেমেছে। এই লাখো মানুষলে ঢল প্রমান করে নারায়ণগঞ্জের মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। শামীম ওসমানের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার সন্তানরা আজ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের শক্তিশালী ঘাটি হিসাবে রয়েছে। ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে শামীম ওসমান হাজারো নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেন। আজকে আপনাদের এই উপস্থিতি এটা প্রমান করে নারায়ণগঞ্জ তখা পুরো বাংলাদেশে শেখ হাসিনা একটি আস্থার নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। নারায়ণগঞ্জের নৌকার কোন বিকল্প নেই
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ বটমলেস বাস্কেট। আজ সে দেশের প্রেসিডেন্ট বলেন, যদি উন্নত হতে চাও বাংলাদেশকে অনুসরণ করো।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের লাখো জনতা উপস্থিত প্রমান করে তারা দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে। আমরা সব সময়ই প্রস্তুত থাকি। শুধু একবার ডাকবেন। গভীর রাত হলেও শুধু আধা ঘন্টা সময় দিবেন। লাখো লোক নিয়ে নারাণয়গঞ্জ ঠিক রেখে ঢাকায় লাখো লোক নিয়ে হাজির হব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ৭১ এ ¯েøাগান ছিল বীর বাঙ্গালী অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আর আজকে আমাদের ¯েøাগান বীর বাঙ্গালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো, দেশ রক্ষায় দরকার শেখ হাসিনা সরকার। তাই পরিষ্কার বলতে চাই দেশ রক্ষায় দেশী ও বিদেশী স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে যে কোন সময় যে কোন ডাকে নারায়ণগঞ্জে শেখ হাসিনার কর্মীরা সদা প্রস্তুত রয়েছে।
শামীম ওসমান বলেন, ‘সামনে থেকে যদি ১০ হাজার লোক আসে, তাহলে আওয়ামী লীগের ১জনই যথেষ্ট। কারণ মিথ্যা কখনো সত্যের সাথে পারে না। অক্টোবর নাগাদ ওরা আমাদের মানচিত্রে আঘাত দিবে। ওরা ক্ষমতায় আসার জন্য না, দেশকে ধ্বংস করতে চায়। আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই। শেখ হাসিনা আমাদের স্বপ্ন।
তিনি বলেন, শেষ রক্ত বিন্দু দিয়ে হলো নারায়ণগঞ্জের কর্মীরা দেশ রক্ষায় যে কোন আত্মত্যাগে এগিয়ে আসবে।
সারা বিশ্বের কাছে মাথানত করতেই শেখ হাসিনা সরকারকে হটাতে ষড়যন্ত্রে লিপ্ত অশুভ শক্তি। কিন্তু মনে রাখবেন শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা। তিনি দেশের মাথা নীচু করতে দেবে না। যে কোন মূল্যে শেখ হাসিনা এ দেশকে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে যেভাবে কাজ করে যাচ্ছেন সে ধারবাহিকতা রক্ষা করবেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামীরলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, যুবলীগ নেতা কাউছার আহম্মেদ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।