বড়ই বেদনার…..

408

মিরর বাংলাদেশ : জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ও মাছরাঙ্গা টিভি’র বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা, নিউজ ২৪-এর বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাট দুই দিনের মাথায় বাবা মা দুইজনকেই হারালেন। পরপর বাবা মাকে হারানোর ঘটনা বড়ই নির্মম ও কঠিন বেদনার।

রেজোয়ানুল হক রাজার বাবা তোফাজ্জল হক বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রোববার  ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এর আগে মা সাজেদা বেগম (৮২) ৯জুলাই  রাতে চিরবিদায় নিয়েছেন। ঢাকার পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তারা দুইজনই করোনায় আক্রাম্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে  রেজোয়ানুল হক রাজার বাবা -মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিকসহ বিশিষ্টজনরা।

সিনিয়র সংবাদিক মুফদি আহমেদ তার ফেসবুকে লিখেছেন, রাজা ভাই, সম্রাট, সুলতান, নবাব ও বাদশাহ-এর বাবা-মায়ের এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ প্রয়াতদের জান্নাতুল ফেরদৌস নসীব করুন। হে রাব্বুল আল আমীন তাদের পরিবারকে বাবা-মা হারানোর এই কঠিন কষ্ট সইবার শক্তি দিন।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান লিখেছেন,

“”শান্তনা দেয়ার কোন শব্দ নেই রাজা ভাই,সম্রাট(জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এবং মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা ও নিউজ ২৪ টিভির নিউজ এডিটর বোরহানুল হক সম্রাটের মা‌য়ের মৃত্যুর একদিন পর বাবাও চ‌লে গে‌লেন না ফেরার দেশে।
ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বাবা মাকে জান্নাত নসিব করুন।আমিন)””

মিরর বাংলাদেশ পরিবারের পহ্ম থেকে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানানো হয়েছে।