ভাসমান মানুষের পাশ্বে খাবার নিয়ে সাংবাদিক রোমান

686

মিরর বাংলাদেশ :  করোনা ভাইরাসের কারনে খাবার বন্ধ। ফলে বিপাকে পড়েছে ভাসমান মানুষগুলো।এরা সামান্য  টাকা দিয়ে আগে সাধ্যমত খাবার কিনে কোনমতে জীবন বাঁচাতো। খাবার হোটেল বন্ধ থাকার কারনে এরা না খেয়ে মরন দশা। এমন ভাসমান মানুষের জন্য রান্না করা   খাবার নিয়ে এগিয়ে এসেছেন  সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিদিন রোমান চৌধুরী সুমন।

প্রচারের জন্য নয় মানুষকে এগিয়ে আসার অনুপ্রেরণা দিতে তিনি তার ফেসবুকে লিখেছেন

শুধুমাত্র ভাসমানদের জন্য। ছবি পোস্ট করার কোন ইচ্ছা ছিল না। কিন্তু অনুপ্রেরণা খুব প্রয়োজন। কাদের দিলাম সেটা বিষয় না। বিষয় হচ্ছে সবাই এভাবে হাত বাড়িয়ে দেই। রাস্তায় পড়ে থাকা স্টেশনে শুয়ে থাকা মানুষগুলো কোথা থেকে খাবার পাবে। যারা ভিক্ষা দেয় তারাও রাস্তায় নেই। ভিক্ষা টাকা নিয়ে 20 টাকা দিয়ে হোটেলে খাবার খাবে সেই পথ বন্ধ। কারণ হোটেল বন্ধ। তাই রান্না করা খাবার নিয়ে আমাদের এই যাত্রা। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা আরো বেশী দুঃখী দোস্ত বাস্তুহারা মানুষের কাছে পৌঁছাতে পারি। ইতিমধ্যে আমাদের প্রেরণায় প্রত্যেকটি মসজিদে তাবলীগের সাথীরা এলাকা ভিত্তিক এই আয়োজনের শুরু করতে যাচ্ছে আজকে এই সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র আল্লাহকে রাজি-খুশি করতে”