ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি’র সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক রবিন

246
Oplus_131072

মিরর বাংলাদেশ :কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,সিনিয়র সাংবাদিক  বিল্লাল হোসেন রবিন  ‘নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি’র সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান (অতিরিক্ত সচিব) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।

বিল্লাল হোসেন রবিন  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণে তিনি দীর্ঘদিন ধরে সততার সাথে কাজ করে যাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা ১০ অনুযায়ী ইতিপূর্বে গঠিত নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপযুক্ত কতৃপক্ষ কর্তৃক মনোনীত/সুপারিশকৃত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করে ‘নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি’ পুর্নগঠন করা হল।

১১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সভাপতি, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ (পদাতিকারবলে), সদস্য পুলিশ সুপার নারায়ণগঞ্জ (পদাতিকারবলে), সদস্য সিভিল সার্জন, নারায়ণগঞ্জ (পদাতিকারবলে), সদস্য বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্যাব, সদস্য নারায়ণগঞ্জ, অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর, ১৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সদস্য, চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, সদস্য নারায়ণগঞ্জ, খালেদ হায়দার খান কাজল, সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার, সদস্য মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি, বিকেএমইএ, নারায়ণগঞ্জ, সদস্য বেগম শিরিন আক্তার, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কমার্স কলেজ, সচিব সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার, ব্যবসা-বাণিজ্য শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
মনোনীত সদস্যগণ প্রজ্ঞাপন জারির তারিখ হতে দুই বছর ছয় মাসের জন্য সদস্য পদে বহাল থাকবেন।