মানিকগঞ্জে ইনকিলাব সাংবাদিকের পিতার ইন্তেকাল

813

মিরর প্রতিনিধি মানিকগঞ্জ :
ইনকিলাবের মানিকগঞ্জ জেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীন তারেকের পিতা মো. আমেজ উদ্দিন(৯৬)ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি—রাজিউন)।

ডায়েবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে  শুক্রবার বলা ৩ টার দিকে নিজ বাসভবনে মারা যান।

মরহুমের  ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মানিকগঞ্জ সদও উপজেলার আইরমাড়া গ্রামে তার বাড়ী। বাদ মাগরিব জানাযা শেষে আইরমাড়া কবরস্থানে  দাফন করা হয়।

মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শোক    এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।