মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
ব্যাডেন পাওয়েল স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা উপজেলা পরিষদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ সাহেবকে উষ্ণ অভিনন্দন
ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ব্যাডেন পাওয়েল স্পোর্টস ক্লাব (বিপিএসসি)’র প্রধান উপদেষ্টা, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগ এবং ঢাকেশ্বরী মিলস্ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ নারায়ণগঞ্জ জেলা উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে রোববার দুপুরে বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে ব্যাডেন পাওয়েল স্পোর্টস ক্লাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দনও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।এ-সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শেখ রাসেল শিশু সংসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব এম আখতার হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা তেজগাঁও নাখালপাড়া হোসেন আলী হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু রনজিত পাল,ক্লাবের সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা মোঃ রায়হান আহমেদ , ক্লাবের ফুটবল সম্পাদক কৃতি ফুটবলার মোঃ সোহেল হোসেন সুগার।
নারায়ণগঞ্জ জেলার,বন্দর থানার, ঐতিহ্য বাহী ঢাকেশ্বরী মিলস্ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন স্কাউট লিডার এম আখতার হোসেন এর নেতৃত্বে ১৯৯০ সালের ২১ফেব্রুঃ বিশ্ব স্কাউট প্রতিষ্ঠাতা স্যার রবার্ট স্টিফেনশন স্মিত লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলউয়েল(বিপি)’র স্মৃতি ও আদর্শকে দেশে এবং বিদেশের ফুটবলে বিচরন ও প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাডেন পাওয়েল স্পোর্টস ক্লাব(বিপিএসসি),এর অগ্রযাত্রা শুরু হয়।প্রতিষ্ঠার বছরই ১৯৯০ সালে ক্লাবটি বন্দর উপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন কাপ শিরোপা অর্জন করে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন বন্দর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুল করীম।এরপর ক্লাবটি নিজেই বিভিন্ন সময় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এবং একাধিক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২০০৮ সালে ক্লাবটি দেশের একটি সনামধন্য সর্নশিল্প প্রতিষ্ঠান শিল্পী জুয়েলার্সের স্পনসর পেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাধীন ঢাকা সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবলে রেজিষ্ট্রেশন পূর্বক ঐ বছর থেকেই ক্লাবটি ঢাকা সিটিকর্পোরেশন পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করতে শুরু করে এবং নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্য বাহী ঢাকেশ্বরী মিলস্ হাই স্কুল এন্ড কলেজের মাঠে ঢাকা পাইওনারের জন্য ফুটবলার তৈরীর জন্য ক্ষুদে শিশু কিশোরদের ফুটবল কোচিং করাতে শুরু করে। বর্তমানে সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ সাহেবের নিকট ক্লাব কর্মকর্তাদের প্রত্যাশা তিনি ক্লাবটিকে তার লক্ষ্যে পৌছতে সর্বাধিক গুরুত্ব দিয়ে সহায়তা প্রদান করবেন।