যশোরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ৪

431

মিরর প্রতিনিধি, যশোর :

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের ইঞ্জিনিয়ার হিরোক, তার বন্ধু আশরাফুল এবং তাদের দুজনের স্ত্রী।

আহতদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে চারটার দিকে খুলনাগামী মহানন্দা ট্রেনটি ভৈরব সেতু সংযোগস্থল অতিক্রম করার সময় দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই চার আরোহী নিহত হন। আর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অভয়নগর থানা স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদেরকে খুলনায় ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন হতাহতরা।

ওসি জানান, নিহতদের ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা এলে বাকি পরিচয় জানা যাবে