রায়পুরে জামায়াত নেতা আবুল কাশেমের পিতার ইন্তিকাল

408

মিরর বংলাদেশ : লক্ষীপুর জেলা রায়পুর উপজেলা  জামায়াতের সহকারী সেক্রেটারী আবুল কাশেমের  পিতা সোনাপুর দোরে আলী খলিফার বাড়ি নিবাসী হাফেজ হোসাইন আহমদ (৬৫) আজ সকাল ৭ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার আমীর জনাব এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারী  এ আর হাফিজ উল্যা। রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজমুল হুদা ও সেক্রেটারী আবদুল আউয়াল রাসেল। রায়পুর পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিম ও সেক্রেটারি এ্যাডভোকেট কামাল উদ্দিন।

যৌথ এক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের জান্নাতের সর্বোচ্ছ মার্যাদা কামনা করেন।

উল্লেখ্য, মরহুমের নামাজে জানাজা আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বাদ আসর উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

নেতৃবৃন্দ মরহুমের জন্যে মহান আল্লাহ তা-আলা’র নিকট দোষ ত্রুটি ক্ষমা চান, মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের কামনা করেন।