রায়পুরের সাবেক এমপি হারুনুর রশীদ বাফুফের সদস্য নির্বাচিত

1522

মিরর বাংলাদেশ :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশীদ পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে তিনি ৭০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। শনিবার রাতে রাজধানীর একটি পাচ তারকা হোটেলে নির্বাচনের পর ফলাফল ঘোষণা করা হয়। রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। এর আগে দুপুর ২টার কিছু পরে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩৫ জন তাদের ভোট প্রদান করেন। অর্থাৎ ভোট পড়েছে ৯৭.১২ শতাংশ।

ফুটবল সংগঠক হারুনুর রশীদ বাংলাদেশের অন্যতম ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং আবাহনী লিমিটেডের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীঘ সময়। রাজনৈতিক অঙ্গনে ও তার রয়েছে ব্যাপক পরিচিতি। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ রায়পুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হারুনুর রশীদ ৭ মে ১৯৪৭ সালে রায়পুরে জন্ম গ্রহন করেন। তার বাবা মৌলভী মুজিবুল হক ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী,রপ্তানি বহুমুখী প্যাকেজিং,পোষাক শিল্প, ও শেয়ার ব্রোকারিং তার অন্যতম ব্যবসা। ১৯৬৩ সালে তিনি রায়পুর মার্চেন্ট একাডেমি থেকে এসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মাস্টার ডিগ্রী গ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি দুই কন্যার জনক। স্ত্রী জেবুন্নেসা হারুন। হারনুর রশীদ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েসনের সহ- সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধানমন্ডি ক্লাবের তিন বারের নির্বাচিত সভাপতি তিনি।