রায়পুরে প্রবাসীর ঘরে দু:সাহসিক চুরি

617

সুশান্ত সাহা, রায়পুর লক্ষীপুর :

লক্ষীপুরের রায়পুরের চরবগা গ্রামে এক প্রবাসীর ঘরে শনিবার গভীর রাতে  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে  ।  অজ্ঞাত চোরের দল   রাতের আঁধারে ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায়  ৩লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল আজ রোববার  পরিদর্শন করেছেন।

স্থানীয় সুত্র জানায়   ,   রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের চরবগা আলিম উদ্দিন বেপারি বাড়ির  ( স্হানীয় চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত উকিলের বাড়ি) দুবাই   প্রবাসী জহির আলম শিমুলের ঘরের ভেন্টিলেটর ভেঙে অজ্ঞাত একদল চোর ঘরের ভেতর প্রবেশ করে। এসময় প্রবাসীর স্ত্রীও সন্তানরা তাদের আত্মীয়ের বেড়াতে গিয়েছিল এ সুযোগে আলমারিসহ অন্যান্য জিনিসপত্র ভেঙে ও তছনছ করে স্বর্ণালংকার নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এদিকে সকাল খবর পেয়ে প্রবাসীর স্ত্রী শান্তা আলম বাড়িতে এসে   চোরদের তান্ডব দেখে বিস্মিত হয়ে পড়েন। পরে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় থানা পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চোর চক্রকে গ্রেফতার ও চুরির মালামাল উদ্ধার করতে পুলিশ তৎপর হবেন এমনটা প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্হরা।