রেললাইনে নাশকতার চেষ্টাকালে ৩ জন আটক

237
মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জ শহরে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করার সময় হাতেনাতে তিন নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ২৫মিনিটে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।
আটককৃতরা হলেন- বগুরা জেলার জয়নাল, নীলফামারী জেলার হাবিবুর রহমান ও হাসান। আটককৃতরা নারায়ণগঞ্জের বাসিন্দা না। তারা নাশকতা করার জন্যই এখানে এসেছিলো বলে জানায় পুলিশ। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এসআই মোখলেসুর রহমান জানান , রোববার  সকাল থেকে রেলওয়ে জুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একজনের হাতে বোমাটি দিয়ে আরেকজন সুতলি জ্বালানোর চেষ্টা করছিলো। এমন সময় আমরা তাদের হাতেনাতে আটক করি। তাদের সাথে সাথে আরও কিছু ছিলো কিনা সেটা আমরা তল্লাসি করে পাইনি। আটকৃতরা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তারা কার হুকুমে একাজটা করার চেষ্টা করেছে এবং তাদের বিস্তারিত পরিচয় আমরা খতিয়ে দেখছি।
৩ জন নাশকতাকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।