র‌্যাকের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

397

মিরর বাংলাদেশ  :

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন- র‌্যাক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে কেক কেটে ও প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে র‌্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, ডিইউজের সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, কবির আহমেদ খান ,  ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সরোয়ার,

র‌্যাকের সাবেক সাবেক সভাপতি মোর্শেদ নোমান, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম সাগর, আদিত্য আরাফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।