লক্ষীপুরে চেয়ারম্যান ও সদস্যসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

543

মিরর প্রতিনিধি, লক্ষীপুর : চুরির  অপবাদ দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চরআলী হাসান এলাকায় কৃষক আমির হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানোর ঘটনায় চররমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও ইউপি সদস্য স্বপনসহ ১৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। রাতে নির্যাতিত কৃষক আমীর হোসেন বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালকে মামলায় প্রধান আসামী করা হয়। বুধবার ভোররাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার তিন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জুলহাস, দেলু মুন্সী ও সাইজউদ্দিন।

সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮ জনকে আসামী করে থানায় মামলা করেছে নির্যাতিত কৃষক আমির হোসেন। এ ঘটনায় মামলার তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ অন্য আসামীদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, ২৩শে আগষ্ট সোমবার রাতে ঘরের ফেরার পথে কৃষক আমির হোসেনকে চুরির অপবাদ দিয়ে চেয়ারম্যানের নির্দেশে প্রতিবেশী সোহাগ, জুলহাস, আরিফ হোসেন ও দেলু নামে কয়েকজন ব্যক্তি আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়।

এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও ইউপি সদস্য স্বপনকে খবর দেয় তারা। পরে তাদের উপস্থিতিতেও বেদম মারধর করা হলে জ্ঞান হারিয়ে ফেলেন ওই কৃষক। তার শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে আমির হোসেনকে ইউপি সদস্য স্বপনের বাড়িতে নিয়ে একটি সালিশ বৈঠকের আয়োজন করে চেয়ারম্যান।

অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল দীর্ঘদিন ধরে কৃষকের কাছ থেকে কিছু জমি বাগিয়ে নিতে চায়। ওই জমি দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে চুরির অপবাধ দিয়ে গাছে বেঁধে নির্যাতন চালায়। মামলা না করতে ও চিকিৎসা না নেয়ার প্রতিশ্রুতি নিয়ে ওই কৃষক ও তার স্ত্রী, তিন সন্তানের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর নেয় চেয়ারম্যান। তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন পুরো পরিবার।